একপেশে ভালবাসা-
আসাদ খান রাত জাগা ক্ষণে, ওই আঁধারের বনে-মিছে কূহু কানে, কি সুধালে কে জানে?আমি জেগে তাই ভাবি, বসে হয়ে যাই কবি-আঁকি স্বপ্নের ঘোরে মিছে তোমারই ছবি।কত নীল এই মন, তা কি জানে- সেই জন?শত লাল হুতাশনে, পুড়ে হিয়া, তনু, মন!কত ব্যথার চাঁদরে ভেজা, প্রেম আহরণ-তবু গেলনা সাধানো তাঁর, হৃদয় গগন-Read More