সনেট-৫, গল্পে যখন থাকো-
আসাদ খান সেই সেদিনের গল্পে তুমি কতো আপন ছিলে-একটু আশার, ভালবাসার প্রদীপ জ্বেলেছিলে।প্রথম যেদিন মিষ্টি করে ইকটু হেসেছিলে,তীব্র জ্বালার আগুন হয়ে আমায় পুড়েছিলে!অবুঝ হৃদয়, স্বল্প কথা, আবেগ ভরা মন।ঘুমের মাঝে চুমের দিশা, পাগল সারাক্ষণ।সেই যেদিনই প্রথম তুমি আমায় দেখেছিলে-চোখের তাঁরায় পলক বিহীন ছবি একেছিলে। পথের ধারে, তোমার আশায় রইতো পড়েRead More