একপেশে ভালবাসা-
আসাদ খান
রাত জাগা ক্ষণে, ওই আঁধারের বনে-
মিছে কূহু কানে, কি সুধালে কে জানে?
আমি জেগে তাই ভাবি, বসে হয়ে যাই কবি-
আঁকি স্বপ্নের ঘোরে মিছে তোমারই ছবি।
কত নীল এই মন, তা কি জানে- সেই জন?
শত লাল হুতাশনে, পুড়ে হিয়া, তনু, মন!
কত ব্যথার চাঁদরে ভেজা, প্রেম আহরণ-
তবু গেলনা সাধানো তাঁর, হৃদয় গগন-
আমি প্রতি রাতে পুড়ি, পুড়ে ছাই হয়ে উড়ি-
শুধু জানিনা কতটা জ্বলে, হয় পোড়ামন!
আমি মেঘে মেঘে ভাসি, দেই কত মেকি হাসি-
শুধু পারিনা, থামাতে চোখে, বারি বরষণ।
তবু অপেক্ষার জ্বালা, বাকী মরণের পালা।
শুধু ভালোবাসা একপেশে, জেনে গেল মন!
লেখক: নির্বাহী সম্পাদক, হ্যালো-টিন