সনেট-৫, গল্পে যখন থাকো-
আসাদ খান
সেই সেদিনের গল্পে তুমি কতো আপন ছিলে-
একটু আশার, ভালবাসার প্রদীপ জ্বেলেছিলে।
প্রথম যেদিন মিষ্টি করে ইকটু হেসেছিলে,
তীব্র জ্বালার আগুন হয়ে আমায় পুড়েছিলে!
অবুঝ হৃদয়, স্বল্প কথা, আবেগ ভরা মন।
ঘুমের মাঝে চুমের দিশা, পাগল সারাক্ষণ।
সেই যেদিনই প্রথম তুমি আমায় দেখেছিলে-
চোখের তাঁরায় পলক বিহীন ছবি একেছিলে।
পথের ধারে, তোমার আশায় রইতো পড়ে মন।
রিকশা করে, কলেজ ফেরায়, দেখবো ইকটু ক্ষণ।
দিলিপের ওই সাভার হোটেল, ড্যানিশ চায়ের স্বাধ-
আসবে তুমি, করবো আমি- অল্প ইকটু বাত।
কতো সময় চলে গেছে, জীবন ফ্যারে আমি-
আজও সেদিন তেমনি আছে, নেই যে শুধু তুমি!
(‘কলেজ বাঙ্ক’ নাটক হতে অণুপ্রাণিত।)
লেখক: নির্বাহী সম্পাদক, হ্যালো-টিন