মিথ্যে তুমি কবি-
আসাদ খান
মিথ্যে তুমি কবি-
জগত আলো নিভিয়ে দিয়ে, দেখাও শুধু ছবি!
বাস্তবতার কড়াল গ্রাসে- ভেস্তে গেল সবি।
মিথ্যে তুমি কবি-
আকাশ পানে নীলের ছোয়ায়, আড়াল হল রবি।
নীলার চোখের জ্বলোচ্ছ্বাসে- হৃদয় চুপি চুপি।
মিথ্যে তুমি কবি-
হীরের মাঝে কাঁচের আভাস, নকল জলে ডুবি-
তিন প্রহরের বিলের ডেরায়, কাঁটা তারের লবি।
মিথ্যে প্রেমের লুকোচুরি- মিথ্যে জগত সাড়।
প্রেমের গল্প বুকে চেপে সত্যি বাঁচা ভার।
নীলের নামে বেদনাতে ভাসিয়েছিলাম বুক।
সৃজিয়ে কেন প্রেমের নামে, হইলো নাতো সুখ!
তবুও তুমি কবি- খেলছো খেলা, দিনের বেলা-
আঁধার রাতের মুভি!
স্বপ্ন গুলু মিথ্যে হল, মিথ্যে তুমি কবি-
প্রেম হারিয়ে এখন শুধু ওপার যাবো ভাবি।
মিথ্যে তুমি কবি-
লেখক: নির্বাহী সম্পাদক, হ্যালো-টিন